Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৫:১১

ঢাকা: খণ্ড, খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

এর আগে, শুক্রবার (১০ মে) একই স্থানে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সকলের মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতারা বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ নয়াপল্টন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর