সাড়ে ৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল
১১ মে ২০২৪ ১৩:২৬
ঢাকা: প্রায় সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ মে) দুপুর ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ গত বছর ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরের দিন নয়াপল্টনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষের জের ধরে ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন তিনি। এর সাড়ে তিন মাস পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল। মুক্তির ১৯ দিন পর গত ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে গত ২৩ মার্চ দেশে ফেরেন তিনি।
এরপর মে মাসের ২ তারিখ পবিত্র উমরাহ করার উদ্দেশে মদিনা হয়ে মক্কায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে ৮ মে দেশে ফেরেন।
দেশে ফিরে গত তিন দিনে তেমন কোনো অনুষ্ঠানে যোগ দেননি তিনি। কেবল ৮ মে যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে ঢাকায় বৈঠক করেন বিএনপির হাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববারের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে শায়রুল কবির খান বলেন, ‘জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের এজেন্ডা এবং সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে দলের বক্তব্য তুলে ধরার সম্ভাবনা রয়েছে আগামী কালের সংবাদ সম্মেলনে।’
সারাবাংলা/এজেড/আইই