Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৩:২২ | আপডেট: ১১ মে ২০২৪ ১৭:১৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলায় ও দামুড়হুদায় বজ্রপাতে আহম্মেদ মল্লিক (৭০) ও রুবেল (৩০) নামের দুই কৃষক মারা গেছেন। শনিবার (১১ মে) সকাল পৌনে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহম্মেদ মল্লিক পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে এবং রুবেল ঝাঁঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজের জমিতে কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে আহত হন। তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হেলেনা আক্তার নিপা বলেন, আহম্মেদ মল্লিক মৃত অবস্থায় এখানে আনা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তিনি মারা যান।

এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, এদিন সকালে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিলেন। বৃষ্টি ও বজ্রপাতের কারণে তিনি কাজ না করে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সারাবাংলা/ইআ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর