টি-২০ বিশ্বকাপে যে রেকর্ড অপেক্ষা করছে সাকিব-রোহিতের জন্য
১১ মে ২০২৪ ১৩:০৩ | আপডেট: ১১ মে ২০২৪ ১৩:০৪
টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র তিন সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা ও প্রস্তুতিতে ব্যস্ত সবাই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মাকে। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা নবম টি-২০ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন সাকিব-রোহিত।
টি-২০ বিশ্বকাপের শুরুটা হয়েছিল ২০০৭ সালে। সেবার ভারত ও বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন তরুণ রোহিত ও সাকিব। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর। মাঝে অনুষ্ঠিত হয়েছে আরও সাতটি বিশ্বকাপ। এর প্রতিটিতেই নিজ দেশের হয়ে অংশ নিয়েছেন সাকিব ও রোহিত। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের ৮টি আসরেই খেলেছেন এই দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার।
এবারের বিশ্বকাপ সাকিব ও রোহিতের জন্য হবে নবম বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে নামলেই নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে টানা ৯টি টি-২০ বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন তারা।
সবচেয়ে বেশি টি-২০ বিশ্বকাপ খেলার দিক দিয়ে সাকিব-রোহিতের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো এবং বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই চার ক্রিকেটারই খেলেছেন সাতটি টি-২০ বিশ্বকাপ।
এরই মাঝে ভারতের বিশ্বকাপের স্কোয়াডের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিতের নাম। এখনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। তবে ফিট থাকা সাকিব অনেকটা নিশ্চিতভাবেই খেলছেন বিশ্বকাপে।
সারাবাংলা/এফএম
টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ ভারত রেকর্ড রোহিত শর্মা সাকিব আল হাসান