Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১২:৫১

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের’ জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম (৪৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মুহাম্মদ) ওসমান গনি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দূর্বৃত্তরা গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর