Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১১:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় এক তরুণী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ মে) রাতে বন্দর থানার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুল দাশ (২৮) কোতোয়ালী থানার চেরাগী পাহাড়ের রাজা পুকুর লেইন এলাকার বাসিন্দা। একই ঘটনায় আহত তরুণীর নাম অর্পিতা দাশ (২১) বলে জানা গেছে। তার বাড়ি এনায়েত বাজার এলাকায়।

বন্দর থানার উপ পরিদর্শক (এস আই) কিশোর মজুমদার সারাবাংলাকে বলেন, মোটরসাইকেল করে তারা পতেঙ্গা সী বীচ থেকে বাসায় যাচ্ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিশ্বরোড মোড়ে মোটরসাইকেলটির সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক মারা যান।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তরুণীর অবস্থাও আশংকাজনক। ওই কাভার্ডভ্যান চালক সঙ্গে সঙ্গেই পালিয়েছে। তবে গাড়ি পুলিশ জব্দ করেছে।

বন্দর ফায়ার স্টেশনের সদস্য মফিজুর রহমান সারাবাংলাকে বলেন, আমি স্টেশনের মধ্যেই ছিলাম। দুইজন পথচারী এসে আমাদের দুর্ঘটনার বিষয় জানায়। পরে আমরা গিয়ে দেখি কাভার্ডভ্যানের নিচে দুইজন ছেলে ও মেয়ে আটকে আছে। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার ওই যুবককে মৃত ঘোষণা করেন। মেয়েটার অবস্থাও ভালো না। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী নন বলে মেয়েটার পরিবার আমাদের জানিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেয়েটা আমাকে বলেছিল তারা পতেঙ্গা বীচে ঘুরতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

আরোহী নিহত চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর