Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের ধরন নয়, অভ্যাসকেই গুরুত্বপূর্ণ মানছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪ ০৯:৪৩

চতুর্থ ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ ছিল মূলত বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া। সেই লড়াইয়ে অবশ্য জিম্বাবুয়ের কাছে আরেকটু হলেই ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। শেষ ওভারে সাকিবের দুই উইকেটে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ ব্যাটার সৌম্য সরকার বলছেন, কীভাবে জয় এলো সেটা নিয়ে ভাবেন না তিনি। টানা জয়ের অভ্যাসটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। প্রথম তিন ম্যাচে সহজ জয় পেলেও চতুর্থ ম্যাচে এসে শতরানের দারুণ ওপেনিং জুটির পরেও ৪২ রানে ১০ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের শেষভাগে জিম্বাবুয়ের জাগিয়ে তুলেছিল জয়ের আশা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জয় পেলেও সেই জয়ের ধরন নিয়েই উঠেছে বড় প্রশ্ন।

সৌম্য অবশ্য জয়ের ধরন নিয়ে তেমনটা ভাবছেন না, ‘ম্যাচ জেতাটা সবসময়ই আনন্দের। এটা সবারই বুঝা উচিত। কীভাবে জিতেছি তার চেয়ে জেতার অভ্যাসটা গুরুত্বপূর্ণ। দলের অনেক পরিকল্পনা থাকে সব ম্যাচেই। সামনে বিশ্বকাপ। তাই প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে দেখাটা আমাদের জন্য ভালো।’

ব্যাটিং বিপর্যয়ের জন্য ধীরগতির উইকেটকেই দুষলেন সৌম্য, ‘প্রথমদিকে উইকেট ভালোই ছিল। বল পুরাতন হওয়ায় কিছুটা স্লো হয়ে গিয়েছিল। শুরুর ফ্লোতে খেলতে গিয়েই সবাই আউট হয়েছে। আগের ফ্লোতে আগানো কঠিন ছিল। সেটা ধরে রাখতে যাওয়াতেই আসলেও এমনটা হয়েছে।’

ওপেনিং জুটি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে বাংলাদেশ। লিটনের পরিবর্তে দলে সুযোগ পেয়ে খুব একটা খারাপ করেননি সৌম্য। সৌম্য জানালেন, বিশ্বকাপের আগেই ওপেনিং জুটি নির্ধারণ করার চেষ্টায় আছে দল, ‘আমাদের খেলাটাই কাজ। কাদের সাথে খেলব সেটা ব্যাপার না। সব ম্যাচেই আত্মবিশ্বাসের সাথে ভালো খেলার চেষ্টা করি। এখনো বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ আছে। টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ের ব্যাপারটা সেটেল করার চেষ্টা করছে। প্রতিপক্ষ অনুযায়ী হয়তো সাজানো হবে লাইনআপ। সব ম্যাচে তো সবাই ভালো খেলবে না। আগের ম্যাচে যারা ভালো খেলেনি তারা হয়তো সামনের ম্যাচে ভালো খেলবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর