Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে কোপার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪ ২২:০৩ | আপডেট: ১১ মে ২০২৪ ১১:৪০

কোপার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

কোপা আমেরিকার এবারের আসর শুরু হতে বাকি আর মাস দেড়েক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। নিয়মিত সবাই স্কোয়াডে থাকলেও ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছে ক্যাসেমিরো, হেসুস, অ্যান্টোনি ও রিচার্লিসন।

ইনজুরির জন্য এবারের কোপায় খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার, সেটা জানা ছিল আগেই। আজ কোপার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র। এই স্কোয়াডে আছেন নিয়মিত সব মুখ। তবে স্কোয়াড থেকে বাদ দেওয়ার হয়েছে ক্যাসেমিরো, গ্যাব্রিয়েল হেসুস, অ্যান্টোনি ও রিচার্লিসনকে। ফর্মহীনতা, ফিট না থাকাই কাল হয়েছে তাদের।

বিজ্ঞাপন

ব্রাজিল স্কোয়াডে রয়েছেন এবারের মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত খেলা ফুটবলাররা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও, এডারসন, রাফিনহারা জাতীয় দলের হয়েও ভালো কিছু করবেন, এমনটা আশা সমর্থকদের। ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন তরুণ সেনসেশন এন্ড্রিক। প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলে আলো ছড়িয়েছিলেন তিনি।

২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা মিশন।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুইলহারমে আরানা, ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর