Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগরে কারখানার নিরাপত্তা কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ২১:০৪

মুন্সীগঞ্জ: শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুসের (৫৫) হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার ভেতরে চেয়ায়ের সাথে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ওই মৃতদেহ উদ্ধার করেন তারা। তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সাথে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এমও

নিরাপত্তা কর্মী মরদেহ উদ্ধার শ্রীনগর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর