টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
১০ মে ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ১০ মে ২০২৪ ১৯:৫০
৫ ম্যাচ সিরিজের প্রথম ৩ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে রাখা। সেই লক্ষ্যে মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
চতুর্থ ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন তাদিওয়ানাসে মারুমানি ও রিচার্ড গারাভা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান,তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাসে মারুমানি, ব্রায়ান বেনেট, ফারাজ আকরাম, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, জন ক্যাম্পবেল, রিচার্ড গারাভা ।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম