Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে ৩ কোটি টাকার সাপের বিষ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১৬:৩৪

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় তিন কোটি টাকার সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১০ মে ভোর রাতে সীমান্তের উচা গোবিন্দপুর এলাকা থেকে মালিকবিহীন এসব সাপের বিষ জব্দ করা হয়।

জয়পুরহাট ২০-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানসহ বিজিবির একটি টিম গোবিন্দপুর এলাকায় অভিযান চালান। অভিযানে দুটি কাঁচের জার যার ওজন ২ কেজি ৩১ গ্রাম ও ২ কেজি ৯৬ গ্রাম জব্দ করা হয়।

ওই জারের মধ্যে  সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম ও কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ২৬৮ গ্রাম পাওয়া যায় বলে জানান বিজিবি অধিনায়ক।

সারাবাংলা/একে

টপ নিউজ পাচার সাপের বিষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর