Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার এরাবিয়ার ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১২:১১ | আপডেট: ১০ মে ২০২৪ ১৪:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অল্পের জন্য রক্ষা পেয়েছে। অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি।

শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। বিমানবন্দরের কার্যক্রমও এ ঘটনায় ব্যাহত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমানটি। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট দক্ষতার সঙ্গে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করেন। পরে বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ সারাবাংলাকে বলেন, ‘শারজাহ থেকে আসা একটি বিমান চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে। বিমানে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। সবাই নিরাপদে আছেন। যাত্রীদের কেউ বিষয়টি টের পাননি।’

এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। বলেন, বিমানটির মেরামত কার্যক্রম চলছে।

সারাবাংলা/আইসি/টিআর

এয়ার অ্যারাবিয়া জরুরি অবতরণ টপ নিউজ শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর