Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াডের নেতৃত্বে হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪ ০৯:২৭ | আপডেট: ১০ মে ২০২৪ ১৪:৫৪

বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলংকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাওয়া তার নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। টি-২০ বিশ্বকাপের শুরু থেকে খেলার জন্য ইচ্ছে করেই বাংলাদেশের বিপক্ষে  সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল ডিমেরিট পয়েন্ট পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, অভিযোগ উঠেছিল এমনটাই। শেষ পর্যন্ত ওই সিরিজে নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপের শুরু থেকে খেলবেন হাসারাঙ্গা। তাঁর নেতৃত্বেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লংকানরা।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে আইপিএলে খেলতে পারেননি হাসারাঙ্গা। তবে বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি, এমনটাই আশা শ্রীলংকার। এরই মাঝে ঘরোয়া লিগে কিছু প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি। লংকান স্কোয়াডে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিল্ভার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাবেন তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লাগে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে আলো ছড়ানো ব্যাটার কামিন্দু মেন্ডিস ও পেসার নুয়ান থুসারা।

বিজ্ঞাপন

স্কোয়াড থেকে বাদ পড়েছেন আভিশকা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, বিনুরা ফার্নান্দো ও জেফরি ভান্দেরসাই।

বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা। ৩ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লংকানদের বিশ্বকাপ মিশন।

শ্রীলংকা স্কোয়াড– ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথা আসালাংকা, কুশল মেন্ডিস, পাথুম নিশানকা, কামিন্দু মেন্ডিস, সারিদা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিল্ভা, মাথিস থিকসানা, দুনিথ ওয়াল্লাগে, দুশমান্থা চামিরা, মাথিস পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা। রিজার্ভ- আসিথা ফার্নান্দো, বিজয়কান্ত বিভাশক, ভানুকা রাকাপাকশে, জানিথ লিয়ানাগে।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ শ্রীলংকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর