Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৯ মে ২০২৪ ২১:৪৫

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছে। দুর্ঘটনায় আব্দুল জলিল নামে অপর এক এএসআই গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সোয়া পাঁচটায় সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা দিনাজপুর কোতয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সোয়া পাঁচটায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ আলী মারা যান। গুরুতর আহত এএসআই আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

সারাবাংলা/একে

দিনাজপুর পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর