Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ২১:২৩ | আপডেট: ১০ মে ২০২৪ ০০:৫৯

ঢাকা: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অনুমোদন পেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ-বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ বিএনপির কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৩ টায় নয়াপল্টনে এ সমাবেশ হবে।

এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন ঢাকা মহাগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মৌখিক অনুমতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর