Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি সাংবাদিকতা বিভাগের প্রধান নিয়োগ চেয়ে আইনি নোটিশ

ডিস্ট্রিকট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ২০:২১

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক ২০১৭ সালের হাইকোর্টের রায় অনুযায়ী জ্যৈষ্ঠতা ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর এই নোটিশ পাঠান।

মাহামুদুল হক’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আনিছুর রহমান বেরোবির উপাচার্য, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান নিয়োগসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন এবং ওই বিভাগের প্ল্যানিং কমিটির সদস্যদের বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

হাইকোর্টের রায় অনুযায়ী ২০১৯ সালের ৯ মার্চ অনুষ্ঠিত ৬০তম সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১২ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ বাছাই বোর্ডের সুপারিশ অনুযায়ী মাহামুদুল হককে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০১৯ সালের ১০ মার্চ নিয়োগ পান।

আগের এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় মাহামুদুল হক আরেকটি রিট মামলা করেন হাইকোর্টে। ২০১২ সালের হাইকোর্টের রায় অনুযায়ী মাহামুদুল হককে কেন জ্যেষ্ঠতা ও সার্ভিস বেনিফিট দেওয়া হবে না এবং নিয়োগ জালিয়াতির কারণে কেন একই বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ২০২২ সালের ১৪ মার্চ হাইকোর্ট রুল জারি করেছেন। আগের রায় বাস্তবায়িত না হলে মাহামুদুল হক আদালত অবমাননার আরেকটি মামলা করেন বলে নোটিশে উল্লেখ আছে।

নোটিশে আরও বলা হয়েছে, সাত দিনের মধ্যে মাহামুদুল হককে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া না হলে আদালতে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আইনি নোটিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর