Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ স্বাধীন হলেও জনগণ এখনো স্বাধীন নয়: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ১৮:৩০ | আপডেট: ৯ মে ২০২৪ ২৩:০০

ঢাকা: ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশি আগ্রাসন’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে গণঅধিকার পরিষদ।

আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশের স্বাধীনতা। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে। ভারত এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। আমাদের বিদেশ পণ্য বর্জন করা উচিত।‘

তিনি বলেন, ‘বর্তমানের অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুন চিত্র তাতে কিছুদিন পর কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না। চেয়ার-টেবল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে কি হাসিনা যাবে না? যাবে, যেতেই হবে। ভারত তাকে রাখতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমরা নির্বাচনের আগে শুনেছি আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে। দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি বলি কেউ আপনার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না। নিজেদের দেশে নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব না। আমরা জনগণের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সরকারের পতনের পথ কী হবে, সেটা বলতে পারি না। তবে এটা বলতে পারি যে, দেশে ৯০ শতাংশ মানুষ এই সরকারের পতন চায়। যে দেশে ৯০ শতাংশ মানুষ সরকারকে চায় না, সে দেশে একদিন না একদিন সরকারের পতন হবে এবং স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসবে।’

গণঅধিকার পরিষদ একাংশের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেনয লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মুঞ্জুসহ, গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/পিটিএম

গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ বিএনপি স্বাধীন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর