Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে পিকআপের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ১৬:১৬

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ওষুধ বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এতে ভ্যানচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের বারোকোনা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সামসুল হক (৭০) পার্বতীপুর হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত সামসুল হকের মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া পিকআপের চালক ও সহকারী পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

দিনাজপুর পিকআপ ভ্যানের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর