খিলগাঁওয়ে বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৯ মে ২০২৪ ১৩:৫০ | আপডেট: ৯ মে ২০২৪ ১৬:৫৪
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯টার দিকে খিলগাঁও ‘সি’ ব্লকের আনসার হেডকোয়ার্টারের সামনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসায় ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মৃত বনি ইয়াসমিন মাগুরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার ফরিঘরিয়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। গত বিশদিন আগে খিলগাঁও বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলমের বাসায় বেড়াতে আসেন। গতকাল বুধবার (৮ মে) দিবাগত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় গলায় ফাঁস দেন তিনি। তবে পরিবার ফাঁসির কারণ জানাতে পারেনি।
সারাবাংলা/এসএসআর/এনএস