Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ১২:১৫

ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশে এবং বিদেশে অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে’- শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে বৃহস্পতিবার (৯ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান রিট আবেদনটি দায়ের করেন।

এর আগে, সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন এই আইনজীবী। এ বিষয়ে দুদক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটের ওপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিককারী আইনজীবী।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর