Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য হারে রেফারিকে দুষলেন টুখেল

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৪ ১০:১৭ | আপডেট: ৯ মে ২০২৪ ১১:০৮

শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ায় চটেছেন বায়ার্ন কোচ

স্বপ্নের ফাইনাল থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন তারা। তবে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে খেলা হচ্ছে না বায়ার্ন মিউনিখের। ৩ মিনিটের মাঝে হোসেলুর দুই দলে সেমির দ্বিতীয় লেগে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে অফসাইডের কারণে বাতিল হওয়া বায়ার্নের একটি গোল নিয়েই উঠেছে বিতর্ক। ম্যাচ শেষে ক্ষুব্ধ বায়ার্ন কোচ টমাস টুখেল বলছেন, রেফারির জঘন্য ভুলের কারণেই হেরেছে বায়ার্ন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে রিয়ালে 

২-১ গোলে পিছিয়ে থাকা বায়ার্ন ম্যাচের অন্তিম মুহূর্তে সমতা আনতে পারত। ডি লিট বল জালে জড়ানোর আগেই অবশ্য অফসাইডের বাঁশি বাজান লাইন্সম্যান, সাথে রেফারিও খেলা বন্ধের বাঁশি বাজান। তবে সেই অফসাইড আদৌ হয়েছে কিনা সেটা নিয়েই উঠেছিল বিতর্ক। এ নিয়ে বায়ার্ন ডাগআউটের চলে প্রতিবাদ। তবে বিতর্ক থাকলেও ভিএআরের সাহায্য নেননি রেফারি। আর এতেই ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় বায়ার্নের।

টুখেল বলছেন, লাইন্সম্যান ও রেফারি ভুল সিদ্ধান্ত নিয়ে গোল বাতিল করেছেন, ‘রেফারি ও লাইন্সম্যান জঘন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন। এটা অনেকটাই ধোঁকা দেওয়ার মতো। আমরা ম্যাচে সমতা ফিরেই পেয়েছিলাম। দারুণ একটা লড়াই শেষে এমন সিদ্ধান্ত মানা কষ্টকর। তবে রিয়ালকে অভিনন্দন।’

নিজের ভুল লাইন্সম্যান স্বীকার করেছেন বলেও দাবি টুখেলের, ‘লাইন্সম্যান নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছে। তার বাঁশি বাজানোটা খুব বাজে সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়ম বহির্ভূত। দুইজনই বাজে সিদ্ধান্ত নিয়েছেন। এটা জঘন্য একটা পরিস্থিতি। কিন্তু যা হয়ে গেছে তা নিয়ে আর বলে কি হবে।’

 

সারাবাংলা/এফএম

আল আহলি বনাম বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ টুখেল বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর