Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় গ্রেফতার ২ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৪ ০৯:২৯ | আপডেট: ৯ মে ২০২৪ ১২:২১

দুটি ভিন্ন ফৌজদারি মামলায় এক সেনা সদস্যসহ দুই মার্কিন নাগরিককে গ্রেফতারের তথ্য জানিয়েছে রাশিয়া।

গত সোমবার (৬ মে) এক মার্কিন সেনা সদস্যকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের একটি আদালত চুরির অভিযোগে কারাদণ্ড দেন। মঙ্গলবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টক শাখার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জনিয়েছে, ওই ব্যক্তির অপরাধকে ‘দৈনন্দিন অপরাধ’ হিসেবে চিহ্নিত করে সাজা দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ায় ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে। তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বন্দি বিনিময়ে মুক্তি দেওয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা।

আরআইএ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক। আরআইএ জানিয়েছে, তাকে কমপক্ষে ২ জুলাই পর্যন্ত আটক রাখা হবে।

সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের এক সদস্য আটক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে তারা গ্রেফতার ওই সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানন, গ্রেফতার সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টকের শাখা জানিয়েছে, ৩২ বছর বয়সি এক রুশ নারী ৩৪ বছর বয়সি সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের দুজনের দক্ষিণ কোরিয়ায় দেখা হয়েছিল।

বিজ্ঞাপন

পরে মার্কিন নাগরিক তার সঙ্গে দেখা করতে ভ্লাদিভোস্টকে যান। দুজনের মধ্যে একপর্যায়ে তর্ক হয় ও পরে সেই নারী পুলিশে অর্থ চুরির অভিযোগ করেন। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানের সময় ওই মার্কিন নাগরিককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ভিন্ন এক ঘটনায় মঙ্গলবার মস্কোর আদালত জানান, উইলিয়াম রাসেল নাইকাম নামে এক মার্কিন নাগরিককে নৈরাজ্যের অভিযোগে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ মার্কিন নাগরিক গ্রেফতার যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর