Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার ৩ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ২২:৪০

মিনহাদুজ্জামান লিটন, অরুণ কান্তি রায় সিটন, সাখাওয়াত হোসেন সজল (ছবি-বাঁদিক থেকে)

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সাখাওয়াত হোসেন সজল, সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন এবং গাবতলীতে অরুণ কান্তি রায় সিটন বেসরারিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বুধবার (৮ মে) রাতে এ তথ্য জানান।

সাখাওয়াত হোসেন সজল আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে।

সোনাতলা উপজেলায় নির্বাচিত মিনহাদুজ্জামান লিটন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছোট ভাই। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

গাবতলী উপজেলার অরুণ কান্তি রায় সিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য।

মাহমুদ হাসান জানান, বগুড়ার তিনটি উপজেলায় নির্বাচনে মোট ১১ জন চেয়ারম্যান, ১০ জন ভাইস চেয়ারম্যান এবং ১১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনটি উপজেলায় মোট ভোটার ছয় লাখ ৪১ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মহিলা ভোটার তিন লাখ ২২ হাজার ৮৮৪ জন এবং পুরুষ ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৫০৩ জন। বগুড়া প্রথম ধাপে তিনটি উপজেলা নির্বাচনে মোট ভোট ২২২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

সারাবাংলা/এনইউ

উপজেলা নির্বাচন টপ নিউজ বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর