Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র নেই বলেই নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিএসএফ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ২০:১০ | আপডেট: ৯ মে ২০২৪ ০০:২৭

ঢাকা: ‘বাংলাদেশে গণতন্ত্র তথা জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে-নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে’— এমনটিই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৮ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল এবং ইয়াসিন আলী নিহত হওয়ার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতি দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তে প্রতিদিন বাংলাদেশ-ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে। সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন। বিএসএফ কতৃর্ক এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ডামি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে।’

তিনি বলেন, ‘বিএসএফ কতৃর্ক বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার চাওয়া দুরের কথা, প্রতিবাদ করতেও পারে না আওয়ামী শাসকগোষ্ঠী। দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বিএসএফ কতৃর্ক বাংলাদেশি হত্যায় নীরবতা পালন করে।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় কতৃর্পক্ষকে খুশি রাখাই যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি। গণতন্ত্রহীন বাংলাদেশি জনগণের নিরাপত্তাকে ঠেলে দেওয়া হয়েছে ভিনদেশি ইচ্ছা-অনিচ্ছার ওপর। গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে-নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা জানে বাংলাদেশের শাসকগোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

গণতন্ত্র টপ নিউজ বিএসএফ মির্জা ফখরুল হত্যাযজ্ঞ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর