Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান কাটতে ব্যস্ত থাকায় ভোটাররা কেন্দ্রে আসেনি: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৭:৫১ | আপডেট: ৮ মে ২০২৪ ১৮:৪৬

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে। সকালে বৃষ্টি এবং ধান কাটার মৌসুম বিধায় ভোট পড়ার হার কম হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেনি এটা জানতে পেরেছি। এছাড়া কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে।’

বুধবার (৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘১৩৯ উপজেলায় আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিছু সংঘর্ষে কিছু আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট সতর্ক ছিল। তারা দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর ছিলেন। পেশাদারিত্বের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন। সে কারণে পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যানুযায়ী ৩৪টি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২৫ জন ও আটক হয়েছেন ৩৭ জন। ভোটকেন্দ্রের বাইরে এসব ঘটনা ঘটেছে।’

সিইসি বলেন, ‘ভোটার বেশি এলে আরও বেশি ভালো হতো। কিন্তু আমরা গণনা করি কে বেশি ভোট পেয়েছেন। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসতে পেরেছেন কিনা, ভোট দিতে পেরেছেন কিনা, কোথাও কোন অনিয়ম হলো কিনা। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান— এই তিন পদে প্রতিদ্বন্দ্বীদের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা বলছেন, ‘বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা’ বাদ দিলে ভোটে বড় ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

কাজী হাবিবুল আউয়াল টপ নিউজ ধান কাটা ভোটার সিইসি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর