স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৩
৮ মে ২০২৪ ১৬:০৪ | আপডেট: ৮ মে ২০২৪ ১৬:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষার প্রক্সি দিতে আসা ৩ যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে কর্তৃপক্ষ। গ্রেফতার তিনজন হলেন- জয়নাল আবেদিন চৌধুরী, মো. জাবেদ ও রনি দাশ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘৩ মে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা চলছে। পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিনজনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আমি এখন পরীক্ষা হলে আছি।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সারাবাংলাকে বলেন, ‘সিভিল সার্জন কার্যালয় থেকে আমাকে কল দেওয়া হয়েছিল। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের নিয়ে আসা হলে বিস্তারিত বলতে পারব।’
এর আগে ৩ মে (শুক্রবার) একই পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েন আবদুর রউফ মিয়া নামে এক যুবক। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সারাবাংলা/আইসি/এমও