Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৫:৫০ | আপডেট: ৮ মে ২০২৪ ১৬:১৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে খবর মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আমিরুল ইসলাম ও কাপ-পিরিচ প্রতীকের মনসুর আহমেদ খান জিন্নাহর সর্মথকরা ইসমানিচর মাঠের দুই প্রান্তে অবস্থান নেন। এতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপার্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন, ইসমানিচর কেন্দ্রের বাইরে আনারস ও কাপ-পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিতিতে হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি।

এদিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সর্মথকরা হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করছে বলে খবর পাওয়া যায়। পরে পুলিশ ধাওয়া দিলে তারা বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। পরে কেন্দ্রের বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

গজারিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, হোসেন্দী কেন্দ্রে এক পক্ষের সর্মথকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালিয়েছিল। তবে পুলিশ উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোটকেন্দ্রটি বন্ধ রয়েছে।

সারাবাংলা/টিআর

উপজেলা নির্বাচন গজারিয়া উপজেলা গোলাগুলি নির্বাচনি সহিংসতা মুন্সীগঞ্জ সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর