Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপ চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকসহ দু’জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৫:২৮ | আপডেট: ৮ মে ২০২৪ ১৭:৫৩

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক আব্দুল গফুর (৫৫)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, ‘সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন।’

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশা চালক মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানান ওসি।

সারাবাংলা/এমও

অটোরিকশা চালক টপ নিউজ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর