Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৩:৩৩ | আপডেট: ৮ মে ২০২৪ ১৫:০০

নরসিংদী: নরসিংদীর সদরের একটি ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিভাবে আতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ-পিরিচের সমর্থকরা। এতে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ফলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।

প্রিজাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪০ মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। পরবর্তীতে পুনরায় চালু হয় কেন্দ্রটি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর