Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়িতে ট্রাক উলটে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৩:১৫ | আপডেট: ৮ মে ২০২৪ ১৫:০০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে বালিবোঝাই একটি ট্রাক উলটে গেলে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকালে বাঘাইছড়ির মারিশ্যা-বাঘাইহাট সড়কের নয়কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন (২০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় মৃত আজাদ উদ্দিনের ছেলে। সাজ্জাদ ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন।

দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, ৯ কিলো এলাকায় একটি ট্রাক উলটে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ট্রাক দুর্ঘটনা বাঘাইছড়ি রাঙ্গামাটি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর