রিয়ালকে ফাইনালে নেওয়ার ব্যাপারে প্রত্যয়ী আনচেলত্তি
৮ মে ২০২৪ ১১:৩৪ | আপডেট: ৮ মে ২০২৪ ১৩:৩৫
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব তারা। রেকর্ড ১৫তম শিরোপা থেকে আর দুটি জয় দূরে আছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে যাওয়ার পথে মাদ্রিদের বাধা বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে সেমির দ্বিতীয় লেগে মাঠে নামার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে জয় দিয়েই ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
বায়ার্নের মাঠে জমজমাট এক লড়াই শেষে জিততে পারেনি কোন দলই। রিয়ালের মাঠে তাই যে জিতবে সেই উঠে যাবে স্বপ্নের ফাইনালে। কঠিন এক লড়াইয়ের আগে আনচেলত্তি বলছেন, বায়ার্ন শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা, ‘ক্লাব হিসেবে বায়ার্ন ও রিয়াল সমানে সমান। প্রথম লেগে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এটা স্বীকার করতে হবে। রক্ষণভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে নিজেদের মাঠে জয় নিয়েই আমরা ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। এটা আমাদের জন্য আরেকটি স্বপ্নের রাত হতে পারে। তবে আমরা জানি ম্যাচটা কঠিন হবে। সেই হিসেব করেই আমরা খেলব।’
দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহামদের উপর পূর্ণ ভরসা আছে আনচেলত্তির, ‘দলটা রিয়াল বলেই আমি বিশ্বাস হারাচ্ছি না। দারুণ একটা স্কোয়াড আছে আমাদের। দুর্দান্ত মৌসুমের শেষভাগে পৌঁছে গিয়েছি আমরা। বায়ার্নও হয়তো এমনটাই ভাবছে। আমরা ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব। দলের ফুটবলারদের উপর আমার ভরসা আছে।’
প্রথম লেগে বায়ার্নের কাউন্টার অ্যাটাক বেশ ভুগিয়েছিল রিয়ালকে। এবার সেটাকে প্রতিহত করার পরিকল্পনা সাজাচ্ছেন আনচেলত্তি, ‘বায়ার্নের দারুণ কিছু ফুটবলার আছে আক্রমণভাগে। তারা ইউরোপের সবচেয়ে ভয়ংকর দলের একটি। তাদের অনেক অভিজ্ঞ ফুটবলার আছে। তাদের কাউন্টার অ্যাটাকও দুর্দান্ত। আমাদের সেভাবে পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে হবে।’
আজ রাত ১টায় সেমির দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল-বায়ার্ন। প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে দুই দল।
সারাবাংলা/এফএম
কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ