Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজির হারের দায় নিজের কাঁধে নিলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ৮ মে ২০২৪ ১৩:১৫

আবারও চ্যাম্পিয়নস লিগে স্বপ্নভঙ্গ পিএসজি ও এমবাপের

মৌসুমের মাঝপথেই জানিয়ে দিয়েছিলেন, পিএসজির হয়ে সামনের মৌসুমে আর দেখা যাবে না তাকে। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সবশেষ সুযোগ ছিল কিলিয়ান এমবাপের সামনে। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে সেই স্বপ্নটা আবারও ভেঙেছে ফ্রেঞ্চ তারকার। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে হেরে ফাইনালে যাওয়া হয়নি পিএসজির। ম্যাচ শেষে এমবাপে বলছেন, দলের এমন বিদায়ের দায়ভার নিজ কাঁধেই তুলে নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম লেগে পিছিয়ে থাকা পিএসজির অন্যতম ভরসা ছিলেন এমবাপে। ঘরের মাঠে দারুণ কিছু করে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনবেন এমবাপে, এমনটাই স্বপ্ন ছিল পিএসজি সমর্থকদের। তবে সেরকম কিছু করে দেখাতে পারেননি তিনি। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল আসেনি এমবাপের পা থেকে। বর্ণহীন এমবাপে তাই হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন।

এমবাপে ম্যাচ শেষে জানিয়েছেন, তার কারণেই ফাইনালে যেতে পারেনি পিএসজি, ‘আমি নিজের সবটুকু দিয়ে দলকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু যথেষ্ট করতে পারিনি। আমি সবচেয়ে বেশি গোল করি ও করাই। যখন আমরা ম্যাচ জিতি তখন আমাকে কৃতিত্ব দেওয়া হয়। যখন হারব তখন দায়ভারও নিতে হবে। এই ম্যাচে সবার প্রথমে আমার গোল পাওয়া উচিত ছিল। এই হার মেনে নিয়েই সামনের দিকে এগুতে হবে।’

ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল পিএসজি, শটস অন টার্গেট ছিল ৩০ টি। তাও একবারও বল জালে জড়াতে পারেনি তারা। এমবাপে মানছেন, ডর্টমুন্ড রক্ষণভাগ তাদের চেয়ে ভালো খেলেছে, ‘দুই দলের মাঝে কে বেশি ভালো খেলেছে সেটা বলা মুশকিল। কিন্তু দুই বক্সেই ডর্টমুন্ড ভালো খেলেছে। তারা মাত্র দু-একবার আক্রমণ করেই গোল পেয়েছে। আমরা অনেকবার তাদের বক্সে ঢুকেও গোল পাইনি। ভাগ্যের দোষ আমি দিতে চাইনা। ভালো খেললে অবশ্যই গোল পাওয়া যায়। আজ আমরা ভালো খেলিনি, এটাই বাস্তব।’

 

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ ডর্টমুন্ড পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর