দলের জয়ে অবদান রেখে খুশি হৃদয়
৭ মে ২০২৪ ২০:২৫ | আপডেট: ৭ মে ২০২৪ ২২:২০
সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি-২০ তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল শান্তর দল। সেখান থেকে দলকে লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন তাওহিদ হৃদয়ের দারুণ এক হাফ সেঞ্চুরি। জাকের আলির সাথে হৃদয়ের দুর্দান্ত এক জুটিতেই ১৬৫ রান তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই স্কোরই জয়ের জন্য যথেষ্ট হয়েছে বাংলাদেশের। ৯ রানের এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছেন তারা। ম্যাচ সেরা হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের সিরিজ জয়ে অবদান রাখতে পেরে খুশি তিনি।
নিজের ১৭তম টি-২০ ম্যাচে এসে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন হৃদয়। জাকের আলির সাথে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৮৭ রান। এই জুটিতেই ঘুরে গেছে ম্যাচের মোড়। ব্যাকফুটে থাকা বাংলাদেশ রানের গতি বাড়িয়ে ভালো স্কোর দাঁড় করায়। দারুণ এই হাফ সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরাও হয়েছেন হৃদয়।
হৃদয় জানিয়েছেন, দলে সবসময়ই কোন না কোনভাবে অবদান রাখতে চান তিনি, ‘রান করলে তো অবশ্যই ভালো লাগে। ব্যাটার হিসেবে আমার কাজ দলে রান করে অবদান রাখা। সাথে চেষ্টা থাকে ফিল্ডিং করেও কিছু অবদান রাখতে। যেভাবেই হোক দলকে যেন ভালো কিছু দিতে পারি এটাই লক্ষ্য থাকে।’
তিন উইকেট পড়ার পর রানের গতি অনেকটাই কমে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে হৃদয়-জাকেরের ঝড়ো ব্যাটিং দলকে নিয়ে গেছে লড়াকু লক্ষ্যের দিকে। হৃদয় বলছেন, দ্রুত রান তোলাই তাদের লক্ষ্য ছিল, ‘আমি এমন জায়গায় ব্যাটিং করি যেখানে পাওয়ারপ্লেতেও নামতে হতে পারে, ১৫ ওভারের পরেও, আবার প্রথম ওভারেও! ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করি। আমাদের লক্ষ্য ছিল যত বেশি রান করা যায় এবং দ্রুত রান তোলা। দ্রুত কিছু উইকেট না পড়লে ও ৭০-৮০ রানের ইনিংস থাকলে দুইশর কাছাকাছি রান থাকতো।’
সারাবাংলা/এফএম