উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান বিএনপির
৭ মে ২০২৪ ১৭:০২ | আপডেট: ৭ মে ২০২৪ ১৯:০০
ঢাকা: উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীতে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘আগামীকাল থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। এই নির্বাচন হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশ নেবে না। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, সারাদেশে আপনাদের যারা আত্বীয়-স্বজন-ভাই-বোন আছেন সবাইকে বলবেন, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়।’
রিজভী বলেন, ‘আগামীকাল ১৪১টি উপজেলায় প্রহসনের জালিয়াতির ডামি নির্বাচন করছে সরকার। যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, সে ধরনের ভোট আবারও করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
‘এর কারণ কী? কারণ একটিই। উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। একেকজন উপজেলা চেয়ারম্যান একশ’ বিঘা জমি-জমা করেছেন খবরে কাগজে এসেছে। আবার অনেকে ১৮ হাজার কোটি টাকার সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধীদলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারও ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে’— বলেন রুহুল কবির রিজভী
তিনি বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণ এই ডামি উপজেলা নির্বাচনে অংশ নেবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। আমরা বিশ্বাস করি, আগামীকালসহ চার দফায় যে উপজেলা নির্বাচন হবে, সেই নির্বাচন জনগণ বর্জন করবে। যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করবে।’
রিজভী বলেন, ‘জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের অধীনে কোনো ভোট নয়। এটি ডামি ভোট, প্রহসনের ভোট। এই ভোটে জনগণ অংশ নেবে না, আপনারাও কেউ অংশ নেবেন না। উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।’
সারাবাংলা/এজেড/পিটিএম