টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৭ মে ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ৭ মে ২০২৪ ১৪:৫৮
সিরিজের প্রথম দুই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তৃতীয় ম্যাচে টসে জিতেছে জিম্বাবুয়ে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
তৃতীয় ম্যাচে দুই দলেই এসেছে দুটি করে পরিবর্তন। বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মাহেদি হাসান। একাদশে ঢুকেছেন তানজিম সাকিব ও তানভির ইসলাম। জিম্বাবুয়ে একাদশ থেকে বাদ পড়েছেন রিচার্ড গারাভা ও এইনসলি ডোলোভু। আজ তাদের পরিবর্তে মাঠে নামবেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন,তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, ফারাজ আকরাম, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, জন ক্যাম্পবেল ।
সারাবাংলা/এফএম