Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো দল নির্বাচনে এলো কি না, তা বড় কথা নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ১৩:১২ | আপডেট: ৭ মে ২০২৪ ১৫:৩৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কোনো দল নির্বাচনে এলো কি এলো না, সেটা বড় কথা নয়। জাতীয় নির্বাচনের চেয়েও এ নির্বাচন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।’

মঙ্গলবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন চেষ্টা অব্যাহত রেখেছে। ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে ইসির অবস্থান স্পষ্ট। প্রমাণ পেলেই ব্যবস্থা।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে সে ব্যাপারে রিটার্নিং অফিসারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে। উৎসাহ-উদ্দীপনা থেকে ভোটের মাঠে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে কমিশনের। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।’

প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান ‍সিইসি কাজী হাবিবুল আউয়াল। গণমাধ্যমেও শৃঙ্খলা ভঙ্গের চিত্র দেখা গেলে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আউয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর