Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জেল-জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪ ২৩:০০

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কারাবন্দি নেতাদের মুক্ত করে আনা হবে।

সোমবার (৬ রাতে) রাজধানীর কোর্টস্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র ও জুলুমকে রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমায়েশি সাজার মাধ্যমে মহানগর বিএনপির শত শত নেতা-কর্মীকে জেলখানায় বন্দি রেখেছে। দেশে কোনো আইনের শাসন নেই, গোটা দেশটাকে আজ কারাগারে পরিণত করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, রমনা থানা বিএনপি নেতা সাইফুল বিশ্বাস, চকবাজার থানা বিএনপির নেতা আনোয়ারুল হক রনি, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি, ৩৭ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পী, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহিদ হাসান, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

আব্দুস সালাম জেল-জুলুম বিএনপি ভয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর