Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ জে মোহাম্মদ আলীর মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪ ২২:৩৬

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মরহুম এ জে মোহাম্মদ আলীর রুহের মাহফিরাত কামনা করে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও বিএনপির আইন সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কাসাল মরহুমের রুহের মাহফেরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের কথা তুলে বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবে সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মনজুরুল হক, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফজলুর রহমান, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী এ জে মোহাম্মদ আলী মাগফিরাত