Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও ৩ জনকে বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪ ১৮:১১

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও তিন জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (০৬ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে জামালপুর জেলা বিএনপির সদস্য মো. নুর সালাম সরকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এনইউ

উপজেলা টপ নিউজ নির্বাচন বহিষ্কার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর