নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রিজভীর লিফলেট বিতরণ
৬ মে ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ৬ মে ২০২৪ ১৬:০১
ঢাকা: আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বাংলা মোটর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (০৬ মে) দুপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে তিনি এ লিফলেট বিতরণ করেন।
এ সময় তার উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সিগন্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিশু, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা রাফসান হোসেন, ডা. মুশফিক, আশরাফুল আসাদ প্রমুখ।
আগামী ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনও বর্জন করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন, এরইমধ্যে তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৪ মে ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
সারাবাংলা/এজেড/এনইউ