বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার ২
৫ মে ২০২৪ ১৭:২৫ | আপডেট: ৫ মে ২০২৪ ২০:০০
মানিকগঞ্জ: মানিকগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী।
এ ঘটনায় রোববার সকালে সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ এরইমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌর এলাকার জরিনা কলেজ মোড়ের পাশে বড় সুরুন্ডি এলাকার একটি কৃষিজমিতে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় সাব্বির ও তার সহায়তাকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী শনিবার বিকেলে তার বন্ধু রনির (১৮) সঙ্গে বেউথা ব্রিজ এলাকায় ঘুরতে আসে।
সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সুজাঘাট ব্রিজ এলাকায় আসামি বোয়ালিয়া গ্রামের মো. সাইয়েদুর এর ছেলে সাব্বির (২০) তাদের পথরোধ করে ভয়ভীতি দেখায়। এপর্যায়ে ওই স্কুল ছাত্রীকে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জরিনা কলেজ মোড়ের পাশের কৃষি জমিতে (শসা খেতে) নিয়ে ধর্ষণ করে। এময় তার সহযোগী একই এলাকার সরুন্ডি গ্রামের জোসন মিয়ার ছেলে জাহিদ মিয়া (১৮), নয়াকান্দি এলাকার মামুন ইসলামের ছেলে মহিউদ্দিন ইসলাম (১৮) উপস্থিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর নানি বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে (সংশোধিত ২০২০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একে