Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন উপজেলা নির্বাচনও ডা‌মি: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৬:১২ | আপডেট: ৫ মে ২০২৪ ১৭:৩২

ঢাকা: আসন্ন উপজেলা নির্বাচনকেও ডা‌মি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৫ মে) রাজধানীর বেইলিরোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় তিনি এ আখ্যা দেন।

রিজভী বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছে। এ নির্বাচনও ডামি। কারণ, দেশের গণতান্ত্রিকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই কোনো না কোনো উপজেলার বাসিন্দা। আপনারাও এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছেন শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন? কারণ, তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল ক‌বির, যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাউসার, ডাক্তার আউয়ালসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ডামি নির্বাচন রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর