ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ: দেবপ্রিয়
৫ মে ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ৫ মে ২০২৪ ১৭:১১
ঢাকা: অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশ ত্রিভুজাকার চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন মুদ্রাস্ফীতি, দেশি-বিদেশি ঋণের ঝুঁকি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দা যেখানে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চ্যালেঞ্জগুলি নির্মূল করার জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজে ফোকাস করা উচিত।’
রোববার (৫ মে) ঢাকার গুলশানে সিপিডি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং এসডিজির জন্য নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
আলোচনায় দেবপ্রিয় বলেন, ‘আমরা এখন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছি যেখানে মূল্যস্ফীতি আকাশচুম্বী, ঋণ ঝুঁকি, জিডিপি প্রবৃদ্ধির নিম্নগামী যেখানে প্রান্তিক মানুষরা বেশিরভাগই এর দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, খাতে ব্যয় করতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘ঋণ আমাদের জিডিপির ৪২ শতাংশ যেখানে বৈশ্বিক থেকে অভ্যন্তরীণ ঋণ দ্বিগুণ। অনেক জটিল পরিস্থিতিতে নতুন সরকারের অধীনে বাজেট আসছে। তাদের নির্বাচনি ইশতেহার ও এডিপিতে বিষয়গুলো রয়েছে যা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’
স্বাগত বক্তব্য সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেট হচ্ছে একটি হাতিয়ার। বাজেটের আর্থিক পদক্ষেপের মাধ্যমে সমাজে সবাই যাতে ভাল থাকতে পারে, বৈষম্য যাতে দূর হয়, এগুলো বাজেটের মূল উদ্দেশ্য। নতুন যে বাজেটটি আসছে সেটি দেশের সব প্রেক্ষিত বিবেচনায় নিয়ে করা উচিৎ।’
তিনি আরও বলেন, ‘কোভিডের আগে জিডিপি প্রবৃদ্ধি ভালো ছিল। তবে কোভিড ও ইউক্রেন যুদ্ধের কারণে জিডিপি প্রবৃদ্ধিতে অনেক পিছিয়ে এসেছি। তারপরেও উন্নয়ন প্রবৃদ্ধি হচ্ছে। তবে উন্নয়নটা সবার কাছে পৌঁছায় না। আয় বৈষম্য, ভোগ ও সম্পদ বৈষম্য বেড়েই চলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী ধারায় আছে, বিনিয়োগ চাঙ্গা হচ্ছে না। মূল্যস্ফীতির চাপ ও চলমান রয়েছে। কিন্তু মানুষের মজুরি বাড়ছে না। প্রান্তিক মানুষ প্রচণ্ড চাপে রয়েছে। বিভিন্ন হিসেবে দেখা গেছে নতুন করে দরিদ্র সৃষ্টি হয়েছে। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা রাখতে হবে।’
আলোচনায় অংশ নিয়ে এম এ মান্নান বলেন, ‘সিভিল সোসাইটির সঙ্গে গ্রামীণ সমাজের দাবির মধ্যে এক ধরণের ফারাক আছে। গ্রামে তারা ভাল সড়ক চায়, ভালো চিকিৎসা সেবা চায়। ব্যুরোক্রেসির আমিও একটা অংশ। এটার ডাউন সাইজ ও আপসাইজ নয়, এটাকে অপটিমাইজ করার খুবই দরকার।’
সারাবাংলা/জেজে/এমও