Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী জুড়ে তীব্র যানজট, ছড়িয়েছে অলিগলিতেও

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ৫ মে ২০২৪ ১৪:০৯

ঢাকা: সকাল থেকেই রাজধানীর প্রতিটি সড়কে গাড়ির চাপ দেখা গেছে। গাড়িতে ঠাঁসা ছিলো অলিগলিও। তীব্র যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে। সাধারণ মানুষ বলছেন, পায়ে হেঁটে চলার স্থান পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফুটপাথে তুলে দিচ্ছে মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ট্রাফিক পুলিশ জানিয়েছে, স্কুল খোলার কারণে সড়কে বাড়ছে গাড়ির চাপ।

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে কয়েক দফা বন্ধের পর রোববার (৫ মে) থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই ক্লাস শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি সড়কেই গাড়ির চাপ বাড়তে থাকে।

বিজ্ঞাপন

জানা যায়, ঢাকার প্রবেশ পথ যাত্রাবাড়ি ও গাবতলীতেও ভয়াবহ যানজট। এছাড়া বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান, প্রেসক্লাব, শাহাবাগ, সায়েন্সল্যাব, নিউমার্কেট, মিরপুর রোড, আসাদগেট, শ্যামলি রোডে গাড়ির প্রচুর চাপ ছিলো বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

এদিকে কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, বিশ্বরোড, বনানী, গুলশান, মহাখালী, উত্তরাতেও যানজট ছিলো। গাজীপুর- যাত্রাবাড়ি রুটে চলাচল করা বলাকা পরিবহনের চালক জসিম উদ্দীন বলেন, ‘সকাল সাড়ে সাতটার ট্রিপ যাত্রবাড়ি পৌঁছাতে বারোটা বেজে গেছে। অন্যদিন আড়াই ঘণ্টায় পৌঁছানো যেতো।’

প্রভাতি-বনশ্রী পরিবহনের হেলপার বলেন, ‘গাড়ি স্টার্ট করার পর থেকেই জ্যাম। একটু একটু করে এগোচ্ছে।’

একদিকে প্রচণ্ড গরম তারওপরে জ্যাম দু’য়ে মিলে অস্বস্তিতে ফেলে দিয়েছে যাত্রীদের। বিকল্প পরিবহনের যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে সাড়ে তিন ঘণ্টা লেগেছে।’

নিউ ভিশন গাড়ির যাত্রী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, ‘মতিঝিলে মিটিং ছিলো এগারোটায় এসে পৌঁছালাম পৌনে বারোটায়। এতোদিন এমন পরিস্থিতি অন্তত ছিলো না।’

বিজ্ঞাপন

টানা তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলেও কয়েক দফা ঘোষণা দিয়ে তা বন্ধ করা হয়। এরপর রোববার (৫ মে) থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। রোববার সকাল থেকেই শর্ত মেনে বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। যে কারণে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই গাড়ির চাপ বেড়েছে। যানজট দেখা গেছে প্রধান সড়কের আশেপাশের গলিতেও। দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে থাকলে দেখা গেছে গলিতে। ওই পরিস্থিতিতে হাঁটার মত জায়গা ছিলো না। ফুটপাথগুলো দিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল চলতে দেখা গেছে।

রাজধানী জুড়ে তীব্র যানজটের কারণ সম্পর্কে মতিঝিলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘অনেক দিন বাদে স্কুল খুলেছে। যে কারণে প্রায় প্রতিটি সড়কেই সকাল থেকে গাড়ির চাপ বেশি ছিলো। সেই সঙ্গে ছিলো অফিস সময়, সব মিলিয়ে কোথাও কোথাও যানজট বেশ তীব্র ছিলো।’

সারাবাংলা/জেআর/এমও

তীব্র যানজট রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর