‘দুর্দান্ত রিয়াল যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে’
৫ মে ২০২৪ ০৯:২৯ | আপডেট: ৫ মে ২০২৪ ১৪:২৮
গত রাতে নিজেদের ম্যাচে জয় আর বার্সেলোনা পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যেত তাদের লিগ শিরোপা। কাদিজকে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা এগিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে জিরুনার কাছে ৪-২ গোলে বার্সা হেরে যাওয়ায় ৪ ম্যাচ আগেই রেকর্ড ৩৬তম লিগ শিরোপা ঘরে তুলল রিয়াল। শিরোপা নিশ্চিত করার পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, যোগ্য দল হিসেবেই শিরোপা উঠেছে রিয়ালের হাতে।
আরও পড়ুন- রেকর্ড ৩৬তম লা লিগা জিতল রিয়াল
অথচ এই মৌসুমের বেশিরভাগ সময় লা লিগার শীর্ষে থেকে অবিশ্বাস্য এক শিরোপা জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল জিরুনা। তবে এই বছর বদলে যায় দৃশ্যপট। চিরচেনা বিধ্বংসী রূপে একের পর এক ম্যাচ জিতে শীর্ষস্থান দখলে নেয় রিয়াল। অন্যদিকে জিরুনা ও বার্সা তাদের সাথে তাল মিলিয়ে উঠতে না পারায় শীর্ষেও আর ফেরা হয়নি। বার্সা-জিরুনার চেয়ে বেশ এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল। এই মুহূর্তে বার্সার চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল।
শিরোপা জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি বলছেন, এবার যোগ্য দল হিসেবেই রিয়াল শিরোপা জিতেছে, ‘দারুণ একটা মৌসুম কেটেছে। দুর্দান্ত ফুটবল খেলেই শিরোপা জিতেছি আমরা। হ্যাঁ অনেক ভুলও করেছে দল, আবার সুযোগের সদ্ব্যবহারও করেছে। তবে যোগ্য দল হিসেবেই শিরোপা রিয়ালের ঘরে এসেছে।’
লিগের ৩৪ ম্যাচে মাত্র ২২ টি গোল হজম করেছে রিয়াল। দলের ডিফেন্ডারদের তাই বাড়তি প্রশংসাই করলেন আনচেলত্তি, ‘এবার আমাদের রক্ষণভাগ দারুণ খেলেছে। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি করেছে তারা। আমাদের গোলকিপিংও অসাধারণ হয়েছে।’
রিয়ালের সামনে এখন ডাবল জয়ের হাতছানি। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বায়ার্নকে হারিয়েই ফাইনালে যেতে চান আনচেলত্তি, ‘আমাদের আরেকটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হাতছানি দিচ্ছে। এটা সবাইকে উজ্জীবিত করবে। মৌসুমটা দারুণ কিছু করেই শেষ করতে চাই।’
সারাবাংলা/এফএম