নোয়াখালীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩
৪ মে ২০২৪ ১৪:০১ | আপডেট: ৪ মে ২০২৪ ১৭:৩৪
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়ক থেকে ট্রাক ও সিএনজি ১৫ ফিট নিচে খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনজন নিহত হন।
ওসি আরও জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সারাবাংলা/ইআ