Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুসলিদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে’

সারাবাংলা ডেস্ক
৪ মে ২০২৪ ১৩:২৮ | আপডেট: ৪ মে ২০২৪ ১৭:১১

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার বানজুলে শুরু হতে যাচ্ছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন। শুক্রবার (৩ মে) সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সাইডলাইনে জাতিসংঘের প্যালেস্টাইন বিষয়ক পার্মানেন্ট অবজারভার রিয়াদ মাননসুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৈঠকে মানসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলা দেশের সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা অবহিত করেন। ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরাইলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ফিলিস্তিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর