Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা নোটিশে গার্মেন্টস বন্ধ, বনানীতে শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৪ ১১:৪২ | আপডেট: ৪ মে ২০২৪ ১৩:৫০

ঢাকা: শ্রমিকদের না জানিয়ে বিনা নোটিশে বনানীর এ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে অবস্থান নেন প্রায় ৪০০ পোশাক কর্মী।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে তারা এ্যাপারেল ইন্ডাস্ট্রির সামনে অবস্থান নেন। এতে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ৯টার দিকে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে পাশে রেললাইনে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে নোটিশ লাগিয়ে দেয়। কুরবানির আগে এভাবে গার্মেন্টস বন্ধ করে দেওয়াতে ক্ষুব্ধ কর্মীরা। তাদের দাবি, তিন মাসের বেতন আর কুরবানি ঈদের বোনাস মালিককে দিতে হবে। তবে বিনা নোটিশে কেন গার্মেন্টস বন্ধ করা হলো, এর কোনো জানাতে পারেননি গার্মেন্টস কর্তৃপক্ষ।

এদিকে, দাবি আদায় না হলে আবারও রাস্তায় নামার ঘোষণা দেন শ্রমিকরা।

এ বিষয়ে সকাল ১১টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সড়কের একদিকে ধীরে যানবাহন চলাচল করছে। বিশাল এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর