তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ সাইফউদ্দিন
৪ মে ২০২৪ ০৮:৫৭ | আপডেট: ৪ মে ২০২৪ ১৪:০২
টি-২০ বিশ্বকাপের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ইনজুরিতে থাকা সৌম্য সরকারের পরিবর্তে ডাক পেয়ে তাই নিজেকে প্রমাণ করে বিশ্বকাপে যাওয়ার সুযোগ এসেছে তার সামনে। এই ফরম্যাটে নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দলের জয় নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। সংবাদ সম্মেলনে এই ম্যাচ দিয়ে দলে ফেরা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বলছেন, তামিমের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করেছে তাকেও।
জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লিটনকে হারিয়ে কিছুটা চাপে ছিল বাংলাদেশ। সাথে বারবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ম্যাচ হেরে যাওয়ার শঙ্কাও ছিল। সব চাপ মাথায় নিয়েই দারুণ এক ইনিংসে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তামিম।
তামিমের এমন ইনিংসে তাকে নিয়ে দারুণ আশাবাদী সাইফউদ্দিন, ‘অসাধারণ এক ইনিংস ছিল এটা। প্রথম ম্যাচ হিসেবে সে যে আগ্রাসী ব্যাটিং করেছে সেটা প্রশংসনীয়। হয়তো বা সৌম্য ভাই ফিট থাকলে সে সুযোগই পেত না। তাও সে সুযোগটা কাজে লাগিয়েছে। আশা করবো পরের চার ম্যাচেও সে ধারাবাহিক থাকবে।’
৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১২৪ রান তুলেছে। হেসে খেলে প্রথম ম্যাচ জিতলেও জিম্বাবুয়েকে পরের ম্যাচগুলোতে হালকাভাবে নিতে চান না সাইফউদ্দিন, ‘জিম্বাবুয়ের ৪-৫ জন প্লেয়ার আছে যারা অনেক ফ্র্যাঞ্চাইজিতে নিয়মিত খেলে। শ্রীলংকার বিপক্ষেও তারা ভালো সিরিজ খেলেছে। টি-২০ তে আসলে হালকাভাবে নেওয়ার কিছু নেই। এই ফরম্যাটে যার ভালো দিন আসবে সে জিতে যাবে। প্রথম ৬ ওভার যাদের ভালো যায় তাদের জেতা সহজ হয়ে যায়। আজ আমরা ভালো বোলিং করেছি বলেই টার্গেটটা সহজ হয়ে গেছে।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম