Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ২৩:৫৫

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় জীবন গেল অটোরিকশা চালকের। শুক্রবার (৩ মে) সকাল ৮টায় উপজেলার আমতলী বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৪০) উপজেলার চল্লিশছত্র গ্রামের আ. আলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা ২২ মিনিটে কিচক বন্দর থেকে কয়েকজন যাত্রী নিয়ে আমতলী যাচ্ছিলেন ইজিবাইক চালক রুহুল আমিন। পথে মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশন অতিক্রম করার সময় বগুড়া থেকে কিচকগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয় আরও ২ জন যাত্রী।

বিজ্ঞাপন

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্বাস আলী দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

অটোরিকশা চালক বাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর